SHARE
সবচেয়ে সুন্দরী জেনিফার অ্যানিস্টন
সবচেয়ে সুন্দরী জেনিফার অ্যানিস্টন
চলতি বছরে পৃথিবীর সবচেয়ে সুন্দরীর খেতাব জিতেছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। পিপলস ম্যাগাজিনের হিসেবে সবচেয়ে সুন্দরী নারী ‘ফ্রেন্ডস’ খ্যাত এই অভিনেত্রী।
গত বছর ২০১৫ সালে এই খেতাব জিতেছিলেন সান্ড্রা বুলক। এন্টারটেইনমেন্ট উইকলি বলছে, খবরটি পেয়ে অভিভূত হয়ে পড়েন তিনি। এমনকি এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি। জেনিফার বলেন, প্রথমেই আমার মনে হয়েছে, হা ঈশ্বর! এটা কি সত্যি?
তিনি বলেন, খবরটি শোনার পর নিজের ভেতরে তারুণ্যের উচ্ছ্বাস কাজ করেছে।
২০০৪ সালে সবচেয়ে সুন্দরী নারীর খেতাব জিতেছিলেন জেনিফার অ্যানিস্টন।
‘ফ্রেন্ডস’ টিভি সিরিজ ছাড়াও ‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘দ্য ব্রেক আপ’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।  এছাড়াও ‘কেইক’ ছবির জন্য জিতেছেন গোল্ডেন গ্লোব পুরস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here