SHARE
সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে
সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে
সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে।
৫ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মন্ত্রীপরিষদের বৈঠকে এই অনুমোদন দেন। বৈঠকের পর তিনি এক টুইটার বার্তায় নতুন এই ভিসা ব্যবস্থার অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
আমিরাতের বিশেষ খাতগুলোতে যেমন শিক্ষা চিকিৎসা, ট্যুরিজম খাতগুলোতে মেধাবীদের আকৃষ্ট করতে নতুন ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রীপরিষদের ওই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এ ভিসা ব্যবস্থা চালুর অনুমোদন দিয়েছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ, উপ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল এ্যাপায়ার মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদও উপস্থিত ছিলেন।
এ ভিসা নীতির আওতায় বিশেষ বিশেষ ক্যাটাগরিতে ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করে কাজ করা যাবে। সাধারণত ভিজিট ভিসায় এসে আমিরাতে কোন কাজ করতে নিষেধ আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here