SHARE
শেরপুরে জেলা ডিজিটাল সেন্টার চালু
শেরপুরে জেলা ডিজিটাল সেন্টার চালু

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শেরপুরে জেলা পরিষদে ডিজিটাল সেন্টার চালু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন পরিষদের প্রশাসক মো. আবদুল হালিম।
এ উপলক্ষে পরিষদ ভবনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উদ্যোক্তা রাব্বী সিদ্দিক, বিকল্প উদ্যোক্তা আবদুল্লাহ আল মুহিব প্রমুখ।
এ এইচ এম লোকমান জানান, ডিজিটাল সেন্টারের জন্য জেলা পরিষদের তহবিল থেকে দুটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ কম্পিউটার, ফটোকপিয়ার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দেওয়া হয়েছে। দুজন পুরুষ এবং দুজন নারী উদ্যোক্তা ডিজিটাল সেন্টার পরিচালনা করবেন। তাঁরা সাধারণ মানুষকে কম্পিউটারে কম্পোজ, ফটোকপি, ইন্টারনেট ব্যবহার, মাল্টিমিডিয়া প্রদর্শনী, ই-মেইল আদান-প্রদান, চাকরি ও পাসপোর্টের আবেদন, জমির পর্চার আবেদন এবং পাবলিক পরীক্ষার ফলাফলসহ ২০ ধরনের সেবা দেবেন।

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here