SHARE
শচীনের জীবন
শচীনের জীবন
ছোট থেকে ব্যাট ধরা, ছোট থেকেই তার ক্রিকেট প্রেম। আর এই প্রেমই তাকে বানিয়েছে ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার। এবার সেই শচীন টেন্ডুলকারকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, সেই সিনেমার টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার।
ওই টিজারে শচীনের ছোট থেকে বড় হওয়ার প্রতিটি মুহূর্তকে তুলে ধরেছেন পরিচালক জেমস এরসকিন। শুধু তাই নয়, ওই টিজারের বেশ কিছু অংশে ক্রিকেটের ঈশ্বরের গলাও শোনা যায়।
সেই সঙ্গে দেখানো হয়েছে, শচীন যখন মাঠে নামতেন, দর্শকদের উত্তেজনা কেমন থাকত। কেমন করে শচীন শচীন করে মানুষ উত্তেজনায় ফুটতে শুরু করতেন। আর এখানেই বোধ হয় শচীনকে ‘ক্রিকেটের ঈশ্বর’ বলার সার্থকতা।
এই টিজারের আগে ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’ নামের ওই সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। প্রথম পোস্টার প্রকাশের পর পরই তা ভাইরাল হয়ে যায়। আর দ্বিতীয় পোস্টারে দেখা যায়, শচীনের এক ভক্ত তার জার্সি পরে রয়েছেন। ওই পোস্টার দুটি দেখার পর থেকেই মানুষ আগ্রহ ভরে অপেক্ষা করছেন, কখন বড় পর্দায় আবার নতুন করে দেখতে পাবেন ক্রিকেটের ঈশ্বরকে। খবর- ইন্ডিয়া ডটকম ও ইন্ডিয়া টুডে’র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here