SHARE
মিস্টার অথবা মিস পারফেক্ট
মিস্টার অথবা মিস পারফেক্ট

সেই জন্মাতর থেকে নিজেকে এভারেজ মানুষ হিসেবে দেখে আসছেন । এবার বাদ দেন ! আসুন দেখি কিছু নতুন অভ্যাসের মাধ্যমে নিজেকে মিস্টার পারফেক্ট করা যায় কিনা ।

  • প্রথমেই নিজেকে ভাল করে চিনার চেষ্টা করুন । ভাল করে এনালাইজ করুন কি করলে আপনার ভাল লাগে আর কি কি করলে আপনি টুটাল অফ হয়ে যান। বিরত থাকুন সেই সব কাজ থেকে যা আপনাকে নিচের দিকে নামায়।
  • নিয়মিত বই পড়ার অভ্যাস করুন । মিনিমাম একটি অধ্যায় শেষ করুন । যা আপ্নাকে বইটি শেষ করতে অনুপ্রেরনা দিবে ।
  • দিনে অন্তত আধঘন্টা একা থাকুন এতে আপনার মন মানুষিকটা ভাল থাকবে। আপনার চিন্তা ভাবনা ফোকাস থাকবে। ভাল কাজ করার মন মানুসিকতা সৃষ্টি হবে।
  • রাত ১০ টার পর আর কোন জিজিটাল ডিভাইস হাতে নিবেন না। নিজেই নিজেকে কন্ট্রল করতে শিখুন ।
  • প্রতিদিন অন্তত একটি নতুন কিছু শিখবেন তার জন্যে প্রতিশ্রুতি করুন ।
  • প্রতিদিনেরে কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করুন এবং ডেইডলাইন দিয়ে কাজ করুন , যেমন আজ রাত ১১ তার মধ্যে এই কাজ শেষ হবে ।
  • চেষ্টা করুন সমমানুসিকতার মানুষ দের সাথে গিরে থাকতে ।
  • নিজের জন্যে উপহার কিনুন । প্রতিটা ছোট ছোট সাফল্যের জন্যে নিজেকে উপহার দিন ।

আগামীকাল করব আগামীকাল বদলাবো বাদ দিয়ে আজ থেকে …মানে এখন থেকে নিজেকে বদলান । কারন আগামীকাল আপনার নাও আস্তে পারে। নিজেকে বদলান এখন থেকেই, তাহলে দেখবেন আপনি আর এভারেজ পিপল থাকবেন না । নিজেকে নিজের কাছে বড় মাপের মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। এই অভ্যাস গুলো ধীরে ধীরে আপনাকে গড়ে তুলবে মিস্টার অথবা মিস পারফেক্ট হিসেবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here