SHARE
ব্যবসার স্বার্থে দেশের নাম বদল!
ব্যবসার স্বার্থে দেশের নাম বদল!

ব্যবসা-বাণিজ্যের স্বার্থে বদলে যাচ্ছে মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম। দেশটির নতুন নাম হবে চেকিয়া।

বিবিসির খবরে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠান যাতে তাদের পণ্যের ওপর  এবং খেলোয়াড়রা তাঁদের জার্সির ওপর যাতে সুন্দর ও সহজেই দেশের নাম লিখতে পারেন, সে জন্যই দেশটির নামটি পাল্টে ফেলা হচ্ছে।

সংক্ষিপ্ত এই নামটি এরই মধ্যে দেশের সংসদে অনুমোদিত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে। নতুন এ নামের বিষয়ে জাতিসংঘকেও জানানো হবে।

চেক প্রজাতন্ত্রের সবচেয়ে পরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পিলস্নার উরকুয়েল বিয়ার এবং আইস হকি টিম, যাদের গায়ের জার্সিতে শুধু ‘চেক’ শব্দটি ব্যবহৃত হচ্ছে। কিন্তু ‘চেক’ শব্দটি একটি বিশেষণ এবং এটা কোনো দেশের নাম হতে পারে না। এ কারণে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৯১ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া ভেঙে দুটি দেশ হয়। একটি স্লোভাকিয়া, অন্যটি চেক প্রজাতন্ত্র। ফরাসি প্রজাতন্ত্র থেকে যেমন ফ্রান্স হয়েছে, তেমনি চেক প্রজাতন্ত্র থেকে হবে চেকিয়া।

তবে নতুন এই নামের বিরুদ্ধে সমালোচনাও কম হচ্ছে না।  অনেকেই বলছেন, চেকিয়া নামটি খটমটে। নামটি শুনতে অনেকটা সাবেক রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার মতো লাগে।

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here