বাংলাদেশের স্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে। বুধ ও বৃহস্পতিবার কক্সবাজারে দুদিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা প্রথম একবছর সফলভাবে ব্যবসা করেছি। প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকসেবা কেন্দ্র স্থাপন এবং ৬৪ জেলাতেই আমাদের পরিসর বিস্তার করতে সম হয়েছি।
তিনি আরও বলেন, রমজানের আগেই বাজারে স্বল্পমূল্যের কয়েকটি মোবাইল ফোন নিয়ে আসা হবে। এছাড়া প্রতিমাসে সাধারণ মানুষের ক্রয় মতার মধ্যে সুলভমূল্যে নতুন মডেলের দুইটি করে স্মার্টফোন ও ফিচার ফোন নিয়ে আসা হবে।
দুইদিন ব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে সমুদ্র সৈকতে খেলাধুলা, দ্বিতীয় দিনে গত বছরের কর্মকা- উপস্থাপন এবং বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডবার্গের কর্মকর্তা-কর্মচারী ও ডিলারদের পারফর্মেন্সের ভিত্তিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় খানসন্স গ্রুপের পরিচালক সারিতা রহমান ও শরমিতা রহমান, গোল্ডবার্গের প্রধান বিক্রয় কর্মকর্তা রাসেল আহমেদ এবং সারাদেশ থেকে আসা শতাধিক ডিলার উপস্থিত ছিলেন।