SHARE
তাইওয়ানে শপথ নিলেন প্রথম নারী প্রেসিডেন্ট
তাইওয়ানে শপথ নিলেন প্রথম নারী প্রেসিডেন্ট

তাইওয়ানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তা ইং-ওয়েন। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এই নেত্রী চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পান।

বিবিসি জানায়, স্থানীয় সময় আজ শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে তা ইং-ওয়েনের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তিনি শপথ নেন। পরে তা ইংকে রাষ্ট্রীয় সিলমোহর প্রদান করা হয়। শপথ অনুষ্ঠান শেষে তা ইং-ওয়েন প্রসাদের বাইরে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

চীন থেকে তাইওয়ানকে স্বাধীন করার পক্ষে ডিপিপি। তাই স্বভাবতই দলটির প্রেসিডেন্ট হওয়ায় তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক আরো শীতল হবে বলে ধারণা করছেন বিশ্লেষণকরা। তাইওয়ানকে একটি আলাদা হয়ে যাওয়া প্রদেশ হিসেবে দেখে চীন। এর আগে দেশটির পক্ষ থেকে জোরপূর্বক তাইওয়ান দখলের হুমকি দেওয়া হয়।

৫৯ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট তা ইং-ওয়েন অবশ্য চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক স্বাভাবিক রাখতেই আগ্রহী। তবে তাইওয়ানের গণতন্ত্রের প্রতিও চীনকে সম্মান প্রদর্শন করতে হবে বলে দাবি তাঁর। চীনের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি দেশের অর্থনীতি স্বাভাবিক রাখা হবে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ।

বিবিসি জানায়, নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেবেন তা ইং-ওয়েন। এই ভাষণের দিকে নজর চীনের। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভাষণে নতুন প্রেসিডেন্ট তাইওয়ানের অর্থনীতি, উন্নয়ন এবং বেইজিংসহ বিভিন্ন দেশের সঙ্গে এর সম্পর্ক নিয়ে বলবেন। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনীতিকরা প্রেসিডেন্টের শপথ ও ভাষণ প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here