SHARE
কান চলচ্চিত্র উৎসবে তৌকিরের ‘অজ্ঞাতনামা’
কান চলচ্চিত্র উৎসবে তৌকিরের ‘অজ্ঞাতনামা’
অস্কারের পর বিশ্বের সবচেয়ে জৌলুসময় চলচ্চিত্র উৎসবের অন্যতম কান চলচ্চিত্র উৎসব। আর ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্কসে দু’ফিল্মে প্রথমবারের মত বাংলাদেশের ছবি হিসেবে প্রিমিয়ার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’র।
তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্রটি কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ভবন প্যালেস দু’ফেস্টিভ্যাল এর প্যালেস- আইতে আগামী ১৭ মে সন্ধ্যা ৬ টায় প্রদর্শিত হবে।
ইতোমধ্যে ওয়ার্নার ব্রাদার্স, এরস, এম কে ২-সহ বিশ্বের খ্যাতনামা ফিল্ম ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার আগ্রহ ব্যক্ত করেছেন। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ থেকে উৎসবে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক বিক্রয় ও বিপনন ইবনে হাসান খান ও ছবিটির পরিচালক তৌকির আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here